বাংলা আর্টিকেল লেখার নিয়ম

আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো কিভাবে বাংলা আর্টিকেল লিখে নিজের ব্লগে পোস্ট করবেন। বাংলা ভাষার  আর্টিকেল লেখার চাহিদা দিন দিন বেড়েই চলছে। 

এবং ঘরে বসে কিভাবে বাংলা আর্টিকেল লিখে মাসে আয় করবেন তার পদ্ধতি বিস্তারিত জানাবো। বর্তমান যুগে বাংলা আর্টিকেল পাঠকের কাছে এক জনপ্রিয় হয়ে উঠেছে। 

পোস্ট সূচিপত্রঃ বাংলা আর্টিকেল লেখার নিয়ম



আর্টিকেল রাইটিং কি

ধরুন আপনি এমন একটি লেখা নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন  এবং এর মাধ্যমে পাঠকদের বিভিন্ন বিষয়ে ধারণা এবং জ্ঞান লাভ করে থাকে, আর্টিকেল এমনভাবে লিখতে হবে যাতে পাঠকরা আগ্রহী হয় এবং তা থেকে জ্ঞান লাভ করে থাকে। আর্টিকেল  বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন মতামত বিশ্লেষণধর্মী তথ্যপূর্ণ ইত্যাদি আরো অনেক ধরনের হয়ে থাকে।

তবে বাংলা আর্টিকেল লিখতে হলে এমন ভাবে লিখতে হবে যাতে পাঠকরা সহজে বুঝতে পারে এবং সে আর্টিকেল শেষ পর্যন্ত পড়ার আগ্রহ থাকে। আপনি যদি আপনার ব্লগে আর্টিকেল  লিখে পোস্ট করতে চান তাহলে আর্টিকেলটি এমনভাবে লিখতে হবে যা আর্টিকেলটি সাজানো গোছানো থাকে। যা আপনার আর্টিকেলটি দেখে তা পাঠকরা সহজেই সেই বিষয়ের উপর ধারণা নিতে পারে।

আর্টিকেল লেখার প্রথম ধাপ কি

আর্টিকেল লিখার প্রথম ধাপ  হচ্ছে কিওয়ার্ড নির্বাচন করা। ধরুন আপনি  কোন কিছু সম্পর্কে জানার জন্য গুগলে লিখে সার্চ করলেন সেটি হচ্ছে  কিওয়ার্ড। কিওয়ার্ড এমন হতে হবে যা মানুষ সেই সম্পর্কে জানার জন্য আগ্রহী। 


তার জন্য আপনাকে কিওয়ার্ড নির্বাচন করে বের করতে হবে। বাংলা আর্টিকেল লেখার জন্য কিওয়ার্ড নির্বাচন করবেন এবং সেই সম্পর্কে বিস্তারিত আর্টিকেলের ভিতরে আলোচনা করবেন। যা কিওয়ার্ড কে আর্টিকেলের হৃদপিণ্ড বলা হয়ে থাকে। আশা করছি আপনারা আর্টিকেল লেখার প্রথম ধাপ সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। এবার আমরা পরবর্তী ধাপগুলো বিস্তারিত জেনে নিব।

ব্লগে আর্টিকেল লেখার নিয়ম


আপনি যদি ব্লক পোস্টে আর্টিকেল লিখে পোস্ট করতে চান তাহলে আপনাকে অবশ্যই আর্টিকেল লেখার নিয়ম গুলো জেনে নিতে হবে। প্রথমে মাথায় রাখবেন ব্লগে আর্টিকেল লেখার সময় ব্লগে টাইপিং করে সেই বাংলা আর্টিকেলটি লিখবেন, যদি আপনি অন্য জায়গায় থেকে সেই পোস্টটি কফি করে ব্লগে পোস্ট করেন তাহলে আপনার সেই পোস্টটি কপি রাইট হয়ে যেতে পারে।

সেক্ষেত্রে মাথায় রাখবেন ব্লগে আর্টিকেল লেখার সময় কোন জায়গা থেকে কফি  না করে ব্লগে টাইপিং করে লিখবেন। অনেকেই  ব্লগে পোস্টে কপি করে এনে তার নিজ  ব্লগে পোস্ট করে থাকেন, সেক্ষেত্রে তার ওয়েবসাইটটি গুগোল থেকে ব্লক করে দেয়। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন কিভাবে ব্লগে আর্টিকেল লিখতে হয়।

আর্টিকেল ফরমেটিং করা

আপনি যদি বাংলা আর্টিকেল লিখে পাঠকদের কাছে উপস্থাপন করতে চান তাহলে আর্টিকেল ফরমেটিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন আপনি আপনার ব্লগে আর্টিকেল লিখলেন শুধু লিখলেই কি হবে? তার সঙ্গে আপনাকে আর্টিকেলটি ফরমেটিং করে নিতে হবে, কেননা পাঠকরা  সাজানো গোছানো আর্টিকেল পোড়তে  ভালোবাসে। সেজন্য আপনাকে:
  • হেডিং
  • সাব হেডিং
  • পোস্ট সূচিপত্র
  • ইমেজ
সুন্দরভাবে ফরম্যাটিং করে নিতে হবে। আর্টিকেল ভূমিক, ইমেজ, এবং ডাউনলোড বাটন, পোস্ট সূচিপত্র, বিস্তারিত সাজানো গোছানো থাকতে হবে। আপনি যাতে পাঠকের  মন কেড়ে নিতে পারেন তা থেকে পাঠকরা আপনার আর্টিকেলটি বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে আগ্রহবোধ করবে।

ফিচার ইমেজ কেন দিবেন

পাঠকরা শুধু কনটেন্ট পড়তে পছন্দ করেন না তার সঙ্গে ইমেজ ও দেখতে পছন্দ করে থাকেন। একটা আর্টিকেল এর সুন্দর বৃদ্ধি করে থাকে। আর আর্টিকেল যত সুন্দর বৃদ্ধি পাবে তা পাঠকদের কাছে তা জনপ্রিয় হয়া উঠবে তাহলে  বুঝতে পারছেন ফিচার ইমেজ কেন দেবেন। 

ফিচার ইমেজ তা এমন ধরনের নিবেন জাতে দেখতে ভালো লাগে। জাতে পাঠকরা আপনার আর্টিকেলটি পরতে আগ্রহবোধ করে

 পেজ সুচিপত্র দেয়ার নিয়ম

 
আর্টিকেল লিখার সমায় আর্টিকেল এর ভিতর এ পেজ সুচিপত্র দেওয়া খুবই গুরুতপুন্ন, কেননা  আপনি যদি আর্টিকেল লিখেন তাহলে আর্টিকেল এর সুরুতে সুচিপত্র দিয়ে থাকেন তাহলে পাঠকরা সহজেই সেই বিষয় বস্ত খুঁজে পাবে। 

এবং পেজ সুচিপত্র এর যে কোন সাব হেডিং এর উপরে চাপ দিলে তা সরাসরি ওই পোস্ট এ নিয়ে যাবে যা পাঠকরা সহজেই যে পোস্ট পরতে চাসছে সেই পোস্ট পরতে পারবে। এর জন্য আপনাকে বাংলা আর্টিকেল পোস্টে সুচিপত্র বানাতে হবে এবং পোস্ট গুলোর লিংক দিয়ে সাবমিট করে নিতে হবে। আশা করছি আপনি কেন বানাবেন তা বুঝতে পেরেছেন।

আরও পড়ুন সেকশন ব্যবহার করার নিয়ম


বাংলা আর্টিকেল রাইটিং এ পোস্টের ভেতর  আরো বাটন সংযুক্ত করবেন কেন? আপনাদের মনে এই চিন্তাটি আসতে পারে। চলুন জেনে নেওয়া যাক তাহলে বাংলা আর্টিকেল এর পোস্টের ভেতরে আমরা আরও বাটন সংযুক্ত করব কেন।

যদি কোন আর্টিকেল পোস্টের ভেতরে বা কোনো লেখালেখির মাঝখানে আরো পড়ুন সেকশন টি থাকলে পাঠকরা সেই আরো পড়ুন সেকশন টিতে গিয়ে পোস্ট দেখতে পারবে যা থেকে  পাঠকের মনে আগ্রহ জাগে এখানে কি আছে এতে করে আপনার পোস্টে ভিউ বাড়বে। যা থেকে আরো পড়ুন সেকশনটি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলা আর্টিকেল রাইটিং জব

অনলাইনে আই এর সবচেয়ে সহজ উপায় হচ্ছে আর্টিকেল রাইটিং জব অথবা কন্টেন রাইটিং জব। যা থেকে অনেকেই মাঝে ৩০০ থেকে ১০০০ ডলার এবং তার অধিক ইনকাম করে থাকছে।

আপনিও পারবেন যদি নিয়ম অনুযায়ী বাংলা আর্টিকেল লিখে থাকেন এবং আর্টিকেল এর পোস্টগুলো সাজানো গোছানো থাকতে হবে যাতে পাঠকরা আপনার গোষ্ঠী দেখতে আগ্রহবোধ করে থাকে

পরিশেষে যা বলব

আর্টিকেল লেখা এবং এর মাধ্যমে আয় করা বর্তমান সময়ে জনপ্রিয় এবং সম্ভাবনা মাধ্যম হয়ে উঠেছে। যার মাধ্যমে বাংলা আর্টিকেল লেখার নিয়ম গুলো জেনে আর্টিকেল লিখলে আপনিও সফল আর্টিকেল রাইটার হতে পারবেন। বাংলা আর্টিকেল লেখা যায় একটি মজার কাজ যা আপনাকে মানসিক প্রশান্তি প্রদান করতে  পারে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রকমারিবিডি৫নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url