ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়

আমরা অনেকেই ছবি তুলতে পছন্দ করি। ছবি তোলার সময় যখন ছবিটা ঝাপসা হয়ে যায় কিন্তু সেই ছবি পরবর্তীতে আর তোলা যায় না। তখনই আমাদের আফসোস করতে হয়।

ঝাপসা-ছবি-কিভাবে-স্পষ্ট-করা-যায়

কোনভাবেই যদি ছবি স্পষ্ট করা যেত, এয়ার আফসোসটা আমরা সবাই করে থাকি। তবে আফসোসের দিন হয়তো চলে গেছে। আজকে আমি আপনাদের শিখানোর চেষ্টা করবো ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

পেজ সূচিপত্র ঃ ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় 

ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় 

ঝাপসা ছবি স্পষ্ট করতে পারবেন খুব সহজে। বর্তমান যুগে ছবি ঝাপসা থেকে স্পষ্ট করা এবং ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এবং ছবি কালারিং করা থেকে শুরু করে যেকোন কাজ খুবই সহজে আপনি করে নিতে পারবেন। আমি আজকে আপনাকে ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় সম্পর্কে কিছু ধারনা দেব। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে ঝাপসা ছবি স্পষ্ট করে থাকবেন। 

যেগুলো একটি ছবি ঝাপসা হওয়ার ভিন্ন ভিন্ন কারণ মোকবেলা করে থাকে। উদাহরণ স্বরূপ হিসেবে বলা যায় মোশন ব্লার দূর করা, ফোকাসের বাইরের ছবিগুলোকে ঠিক করা এবং সামগ্রিকভাবে ছবিকে স্পষ্ট করে তোলা। অনেকেই চান ছবি নির্দিষ্ট কিছু অংশ ব্লার ঝপসা রাখতে এবং বাকি অংশ স্পষ্ট রাখতে। যা আপনি এটা ফটোশপে খুব সহজেই করে থাকবেন। 

আরো পড়ুন ঃ সকালে খালি পেটে কিসমিস খেলে কি হয়

AI যা কৃত্রিম বুদ্ধিমতা এর সাহায্যে খুব সহজে ঝাপসা ছবি স্পষ্ট করে তুলতে পারবেন। AI এর মাধ্যমে খুব দ্রুত এবং খুব সহজে চাপসা ছবি স্পষ্ট  করে তুলতে পারবেন। যা আমাদের কাজ আরে সহজ হয়ে থাকে। এছাড়াও আপনি বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে ঝাপসা ছবিকে স্পষ্ট করতে পারবেন। যা আমাদের আর অস্পষ্ট ছবি নিয়ে হতাশ হতে হয় না। 

অতীতে আমাদেরকে অনেক চিন্তা করতে হতো ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করব। কিন্তুু বর্তমান যুগে আর সেই চিন্তা নেই। এবং দিন দিন তা আরো সহজ হয়ে আসবে আমাদের কাছে। আশা করছি বুঝতে পারছেন ঝাপসা ছবি স্পষ্ট করা যায় কিভাবে।

ছবি থেকে ঝাপসা দূর করা যাবে কি

অতীতে আমরা ছবি নিয়ে খুব আফসোস করতাম, কারন ঝাপসা ছবি ঠিক করা যেতো না। বর্তমান যুগ ডিজিটাল যুগ। এখন বর্তমানে কিছু software এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর সাহায্যে তা খুব সহজেই ঝপসা ছবি মিনিশেই ঠিক করা যায়। একটি  অস্পষ্ট ছবি অন্যথায় একটি দুর্দান্ত ছবি নষ্ট করতে পারে এবং কখনো কখনো আপনি অন্য ছবি তুলতে খুব দেরি করেন। 

ঝাপসা-ছবি-কিভাবে-স্পষ্ট-করা-যায়

কিন্তু সৌভাগ্যবশত, একটি ফটো এডিটিং অ্যাপ তা তাৎক্ষণিকভাবে ছবিগুলোকে আনব্লক  করতে পারে এবং আপনারা ইচ্ছামতো ছবিকে স্পষ্টটা দিতে পারে। এছাড়াও AI বা photoDirector দিয়ে আপনি চাইলে স্পষ্ট ছবিকে খুব সহজে ছবিকে অস্পষ্ট করতে পারেন। আমরা অতীতে কোন ছবি তুলতে গিয়ে ছবিটা ঝাপসা হয়ে যেতো, তা পরের বার তোলার কোন সুযোগ থাকতে না। 

এই ঝপসা হওয়ার কারনে আমরা ছবিগুলো ডিলেট করে দিতাম। কিন্তুু সেই দিন আর এখন নেই, আপনি চাইলে ঝাপসা বা ওই অস্পষ্ট ছবিকে মূহুর্তে আপনার মতো স্পষ্টতা দিতে পারেন। সেগুলো আপনি অনলাইন টুল এর মাধ্যমে ঠিক করতে পারেন। এছাড়া অনলাইন টুল এর মাধ্যমে ঝাপসা ছবি যেমন স্পষ্ট করা যায় তেমনি স্পষ্ট ছবি অস্পষ্ট করা যায়। 

অনলাইনে ছবির রেজুলেশন বাড়ানোর উপায়

বর্তমান যুগে ছবির রেজুলেশন বাড়ানো খুব সহজ। যা AI যা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন খুব সহজেই আপনার ছবিকে রেজুলেশন বাড়িয়ে থাকবে।  আপনার ফটো আপলোড করুন, আপনার ফটো আপলোড করুন এবং বসে থাকুন এবং দেখুন আমাদের AI ইমেজ বর্ধক তার জাদু কাজ করেছে। এছাড়া   pixelcut হলো অনলাইন সেরা ফ্রি এআই ইমেজ আপস্কেলার। 

যা AI স্মার্ট একটি আপনার ছবিতে আরও পিক্সেল যোগ করে বুদ্ধিমতার সাথে  তা ছবির গুনমান উন্নত করবে। প্রথমে কি আপলোড করুন যা একটি Png,HEIC বা jpg ছবি হতে পারে। আপনি পুরনো ডিজিটাল ফটোগুলি উন্নত করতে চাইছেন অ্যাডোব ফটোসফ এবং অ্যাডোব ফটোসফ লাইটরুম সাহায্যে করতে পারেন সুপার রেজোলিউশন এবং রিস্যাস্পলিং এর সাথে পরীক্ষা করে দেখু আপনি আপনার ছবির গুনোমানকে কতোদূর এগিয়ে নিয়ে যেতে পারছেন। 

আরো পড়ুন ঃ জিরা পানি খাওয়ার উপকারিতা ও অপকারিতা

আপনি আপনার ডেস্কটপ বা মোবাইল দিয়ে এটি করতে পারেন। mindonmap এটির মাধ্যেমে কম রেজুলেশন ছবিগুলোকে বিনামূল্যে অনলাইনে উচ্চ রেজুলেশনে রুপান্তরিত করাই এটির প্রশংসনীয় হাতিয়ার। আপনি অবাক হবেন যে, অন্যান্য অনলাইন টুরের মত, আপনি সব ধরনের ব্রাউজার দিয়ে এই অতি প্রত্যাশিত ইমেজ আপস্পেলিং প্রোগ্রামটি এক্সেস করতে পারেন। 

mindonMap ফ্রী ইমেজ আপস্কেলার অনলাইনের একটি খুব সহজবোধ্য ইন্টারফেস রয়েছে যা এমন কি একজন প্রাথমিক ছাত্রও তার সম্পর্কে  বুঝতে পারে। ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় তা আপনারা উপরে জেনে এসেছেন। এছাড়াও আশা করি আপনি ছবির রেজুলেশন বাড়ানোর উপায়গুলোও বিস্তারিত জানতে পেরেছেন। 

মোবাইল দিয়ে ঝপসা ছবি স্পষ্ট করার উপায়

আপনারা হইতো অনেকেই জানেননা যে ঝাপসা ছবি স্পষ্ট করা যায় মোবাইল দিও। ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় তা এখন মোবাইল এর মাধ্যমেও করতে পারেন। তবে মোবাইল দিয়ে পেতে হালকা ঝাপসা ছবি কে ঠিক করার জন্য কিছু অ্যাপস রয়েছে। 

যা আপনি সহজে আপনার ছবি ঝাপসা থেকে নিজের মতো স্পষ্ট করে নিতে পারবেন। ফিতে হালকা ছবিকে ঠিক করার জন্য কিছু অ্যাপস রয়েছে। যা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। নিচে কিছু ফ্রি অ্যাপস দেওয়া  হলো

  • Snapseed
  • Canva
  • Adobe photoshop Express
  • Fotor
  • Lightroom Mobile
  • Photo Editor by Aviary

এইগুলো অ্যাপস থেকে আপনি সহজে ঝাপসা ছবিকে আপনার মতো করে স্পষ্ট করে নিতে পারেন। আপনি যদি মোবাইল দিয়ে এইগুলো অ্যাপস থেকে ঝাপসা ছবিকে স্পষ্ট করতে চান, তাহলে আপনি অনাআসে মোবাইল দিয়ে ঝাপসা ছবি স্পষ্ট করে নিতে পারবেন। এছাড়াও কিছু অ্যাপস দিয়ে আপনি মোবাইল থেকে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড এবং কাপড় চেন্জ করতে পারবেন। 

আপনি আপনার ফোনের প্লে স্টোর থেকে এই গুলো অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। এই গিলো অ্যাপস আপনি ফ্রি ডাউনলোড করে নিয়ে ব্যাবহার করতে পারবেন। ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় তা আপনি মোবাইল এর মাধ্যমেও করতে পারবেন। উপরের অ্যাপগুলো  মোবাইল এ ইন্সটল করে তা খুব সহজেই আপনি আপনার ঝাপসা ছবি গুলোকে আপনার নিজের মতো করে স্পষ্ট করে নিতে পারবেন। 

ছবির ব্যাকগ্রাউন্ড চেন্জ করবেন কিভাবে

বর্তমান যুগে ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় এবং ছবি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আপনি আপনার ছবি ড্রেস চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। AI চালিত ব্যাকগ্রাউন্ড চেঞ্জার আপনাকে অনলাইনে যেকোনো ছবি পরিবর্তন করতে এক ক্লিক পাওয়ার  দিয়ে থাকে। 

ঝাপসা-ছবি-কিভাবে-স্পষ্ট-করা-যায়

যা sider এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং টুলে আপনার ফটো টেনে আনুন এবং ড্রপ করুন এবং আপনি যেরকম ব্যাকগ্রাউন্ড  চেঞ্জ করতে চান তার নাম টাইপ করুন। sider স্বয়ংক্রিয়ভাবে একটি ফ্ল্যাশে আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড প্রতিস্থাপন  করে থাকবে। এছাড়াও আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড টি চেঞ্জ করার জন্য  ওয়েবসাইট এর সাহায্যও নিতে পারেন। 

এর জন্য আপনাকে প্রথমে কোন একটি ব্রাউজারে গিয়ে Remove Background from image দিয়ে সার্চ দিলে ওই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। সেই ওয়েবসাইটে ঢুকে আপনি  upload image এ যাবেন তারপর আপনাকে যেই ছবির ব্যাকগ্রাউন্ড চেন্জ করবেন সেই ছবি দিতে বলবে। 

দেওয়ার পর একটু থামবেন দেখবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটি আপনি আপনার ল্যাপটপ বা মোবাইল দিয়েও করতে পারবেন। উপরের তথ্য গুলো আপনি বিস্তারিত যদি মন দিয়ে পড়ে থাকেন তাহলে আপনি এখন থেকেই তা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন।

ছবি থেকে কিভাবে কাপড় চেন্জ করবেন

ডিজিটাল যুগে আপনি আপনার ছবির কাপড় চেঞ্জ করা খুবই একটি সহজ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। দিন দিন তা আমাদের কাছে তা আরো সহজ হয়ে আসবে। আপনারা যদি ছবি থেকে কিভাবে কাপড় চেঞ্জ করবেন কিন্তুু বুঝতে পারছেন না কিভাবে তা করবেন তাহলে এই পোস্ট টি আপনার জন্যই। বেশি কথা না বড়িয়ে তাহলে চলুন জেনে নেওয়া যাক ছবি থেকে কিভাবে কাপড় চেন্জ করবেন। 

আরো পড়ুন ঃ টাকা ইনকাম করার সহজ উপায়

ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় উপরে ধারণা পেয়েছি। আপনারা উপরের পোস্ট পড়ে থাকলে তা বুঝে থাকবেন ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় তার সম্পর্কে। ঠিক একই রকম ভাবে ছবি থেকে আমরা কাপড় চেঞ্জ করতে পারবো। এরজন্য আমাদের কিছু অ্যাপস বা সফটওয়্যার লাগবে। 

AI photo Editor  Adobi photoshop photo pea ইত্যাদি এইগুলো সফটওয়্যার ব্যাবহার করে আপনি খুব সহজে ছবি থেকে কাপড় চেঞ্জ করে নিতে পারেন। ধরুন আপনার একটি কোট টাই পড়া ছবি লাগবে কিন্তুু সেই রকম ছবি আপনার তোলা নেই। তাহলে চিন্তার কোন বিষয় নেই, আপনি আপনার ছবির কোট টাই ব্যাকগ্রাউন্ড কালার নিজের ইচ্ছা মতো ইডিট করে নিতে পারেন।

ফটোশপে ঝাপসা ছবি দূর করার উপায় 

অস্পষ্ট এবং ঝাপসা ছবি থেকে খুব সহজেই নিজের মতো করে স্পষ্ট করে নিতে পারেন ফটোশপের মাধ্যমে। ঝাপসা ছবি অনেককে হতাশ করে। তার কারণ হচ্ছে যে সেই ছবি বার বার তোলার সুযোগ নেই, কিন্তু যে ছবিটি তুলেছে সেটির ঝাপসা হয়েছে। আমরা আগে তা এটি নিয়ে খুব হতাশায় ভুগতাম কিন্তুু এখন ফটোসফ ফটোগুলোকে তীক্ষ্ণ ও  স্পষ্ট করার জন্য বিভিন্ন টুলস সরবরাহ করে থাকে। 

ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় এটি ফটোশর এর মাধ্যমে খুব সহজে করা হয়ে থাকে। ফটোশপ একটি কার্যকর পদ্ধতি শেক রিডাকশন ফিল্টার ব্যবহার করে। এই টুল ক্যামেরা কাঁপানোর জন্য এবং বিস্তারিত পুনরুদ্ধার  করে এটি তীক্ষ্ণ করে থাকে। 

যা আপনি খুব সহজেই ঝাপসা ছবি নিজের মতো করে ইডিট এবং স্পষ্ট করে নিতে পারবেন। দিন দিন ফটোশপ তা আপডেট হচ্ছে এবং আমাদের কাজকে আরো সহজ করে তুলছে। আপনার বুঝতে পরেছেন যে ফটোসপের মাধ্যমে ঝাপসা ছবি স্পষ্ট করতে পারবে। 

লেখকের মন্তব্য

উপরোক্ত পোস্ট টি মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি যাতে বুঝতে পারেন কিভাবে  ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়। আশা করছি আপনি যদি উপরের পোস্ট মন দিয়ে পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন ঝাপসা ছবি স্পষ্ট করার নিয়ম গুলো। এছাড়াও ছবির কাপড় চেন্জ করা, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ছবির কালার পরিবর্তন করা থেকে আরো অনেক বিষয় বোঝানোর চেষ্টা করেছি। 

আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোন কিছু সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরা এবং সহজে বোঝানোর চেষ্টা করা। আমাদের পোস্ট পড়ে ভালো লাগলে কমেন্টে কমেন্ট করে জানাবেন। তবে লাইক করতে ভুলবেন না এবং এই পোস্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি নতুন নতুন এই রকম তথ্য জানতে চান, তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, ধন্যবাদ। 





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রকমারিবিডি৫নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url